![ময়মনসিংহে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Mymensingh-Pic-(06-02-25)-Mural-Broken-67a45ac028a26.jpg)
ছবি: যুগান্তর
ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাতুড়ি-শাবল নিয়ে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালটি ভাঙচুর করে। এসময় তারা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
আন্দোলনকারীরা বলেন, এখনো আমাদের ভাইদের রক্তের দাগ শুকায়নি। তারপরও খুনি হাসিনা প্রকাশ্যে ভাষণ দেওয়ার দুঃসাহস দেখায় কিভাবে? তাই আমরা এই বাংলার মাটি থেকে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া শেকড় উপড়ে ফেলবো।
বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘পতিত শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এ ধরণের অপচেষ্টা দেশের ছাত্র জনতা মেনে নেবে না। আমরা এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবো না। তাই ধানমন্ডির ৩২ নম্বরের মতো ময়মনসিংহেও স্বৈরাচারের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।’
এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব আলী হোসেন, জেলা কমিটির মুখপাত্র ফয়সাল ফারনিম, মহানগর কমিটির সদস্য সচিব আল নুর মো. আয়াস, যুগ্ন আহব্বায়ক নাফিউস রোহান। এসময় আরো ১৫-২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।