Logo
Logo
×

সারাদেশ

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: যুগান্তর

ভোলায় তোফায়েল আহমেদের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুঠির নামের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে হ্যান্ডমাইকে জয় বাংলার গান বাজিয়ে নাচতে থাকে। এঘটনায় রাত ২টা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বা পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে ১টার দিকে প্রায় দুই থেকে তিন শতাধিক বিক্ষুদ্ধ জনতা তোফায়েল আহমেদের বাসা ভাঙচুর চালায়। এসময় বিক্ষুব্ধ জনতা বাসার ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসায় দোতলা ও নিচতলায় আগুন দেন তারা। 

পরে তাদের মধ্য থেকে একটি দল সড়কে হ্যান্ডমাইকে গান বাজিয়ে নাচতে থাকে ও গানের তালে তালে ‘জয়বাংলা’ স্লোগান দিতে থাকে। গভীর রাত পর্যন্ত বাসার ভিতরে ও বাইরে আগুন জ্বলতে দেখা গেছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম