Logo
Logo
×

সারাদেশ

রায়পুরায় যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ এএম

রায়পুরায় যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় মরজাল সমতা বাজারে যমুনা ইলেকট্রনিক্সের জনি ইলেক্ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। এ শোরুমের উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন এজিএম রাজিব চন্দ্র সাহা, ব্রান্ড মেনেজার শরিফুল ইসলাম, জোনাল ম্যানেজার নাইম রেজা, জোনাল ম্যানেজার আকাশ সাহা, জোনাল ম্যানেজার ইউসুফ মজুমদার এবং জনি ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স শোরুমের মালিক মনির হোসেনসহ অন্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. সাখাওয়াত হোসেন বলেন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস তার উৎপাদিত প্রতিটি পণ্য দেশের প্রতিটি অঞ্চলে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রায়পুরাবাসী এখন থেকে তাদের চাহিদা ও সাধ্যের মধ্যে দেশসেরা ইলেকট্রনিক্স পণ্যটি নগদে, কিস্তিতে ও নানাবিধ আকর্ষণীয় অফারে কিনতে পারবেন।

শোরুম উদ্বোধন উপলক্ষে যমুনার বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ ছাড়ের অফার রয়েছে। এ শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসিসহ সব হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন। এছাড়া গ্রাহকের জীবনকে সহজ, মসৃণ ও নির্বিঘ্ন করতে বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা অর্জন করে আসছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম