চট্টগ্রামে ১২ বছর ধরে নিখোঁজ
বাবা জীবিত না মৃত জানতে চায় সন্তান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ এএম
![বাবা জীবিত না মৃত জানতে চায় সন্তান](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/7-67a3f2d003e63.jpg)
১২ বছর ধরে নিখোঁজ বাবার সন্ধান দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন দৈনিক বণিকবার্তার ফটো সাংবাদিক আজীম অনন। বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘আজীম অননের সহকর্মীরা’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান। নিখোঁজ এএসএম শহিদুল আলম সিরাজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১২ সালের ৬ মার্চ বিএনপির ঘোষিত ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার।
আজীম অনন বলেন, তিনি গুম হওয়ার পর থেকে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সন্ধান পাইনি। ১২ বছর ধরে আমার মা ও ছোট ভাই আমার বাবার ফেরার অপেক্ষায় আছে। আমরা আয়না ঘর থেকে অনেকে বের হতে দেখছি। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ৬ মাস পার হয়ে গেলেও বাবার সন্ধান পাইনি। আমি আবার বাবার জীবিত হোক মৃত তার শেষ অবস্থানটুকু জানতে চাই। বাবার শেষ চিহ্নটুকু নিয়ে আমার পরিবার সারাজীবন বেঁচে থাকব।
সাংবাদিক ইমরান এমির পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ উপস্থিত ছিলেন।