Logo
Logo
×

সারাদেশ

‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ এএম

‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’

সাতক্ষীরায় বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। পরে তারা শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে ম্যুরালটির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালটির অপসারণ শুরু করেন।

এ ছাড়া জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

তারা এ সময় ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন।

ছাত্র-জনতার দাবি, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং একদলীয় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতীকী কর্মসূচি।

বর্তমানে সাতক্ষীরা শহরে উত্তেজনা বিরাজ করছে। তবে, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম