Logo
Logo
×

সারাদেশ

ভোট দিতে এসে ভোটারের মৃত্যু

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

ভোট দিতে এসে ভোটারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিতে এসে সজল বিশ্বাস নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

চালক সজল বিশ্বাস ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের পর হঠাৎ ভোটারের চাপ বাড়তে থাকে। ৩টার দিকে তিনি ভোটারদের লাইনে দাঁড়ান। একপর্যায়ে তিনি অসুস্থতা বোধ করলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, কার্ডিয়াক অ্যাটাকে সজল বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে অক্সিজেন লাগানোর সময় মারা যান তিনি। 

নির্বাচন কমিশনার আজিবর রহমান জানান, একজন ভোটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। এছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬০৭। নির্বাচনে ২১টি পদের জন্য মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম