Logo
Logo
×

সারাদেশ

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার ডিবি, আহত ৫

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার ডিবি, আহত ৫

আবুল মনসুর। ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের বাধার মুখে পড়েছে জেলা ডিবি পুলিশ। হামলায় পুলিশের পাঁচ সদস্যসহ স্থানীয় এক নারী গুরুতর আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার কাটিরহাট বাজারস্থ ধলই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করে হায়েস গাড়িতে তুলে ডিবি পুলিশ। তবে তাকে গ্রেফতারের পরপরই তার সমর্থকরা প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নেমে আসে এবং ঘেরাও করে চেয়ারম্যানকে পুলিশের গাড়ি থেকে নামানোর জন্য ধস্তাধস্তি শুরু করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল হায়েস গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘিরে রাখে। গ্রেফতারের পর চেয়ারম্যানকে গাড়িতে তোলার সময় স্থানীয় জনগণ বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজিত সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। পরে চেয়ারম্যান সমর্থকরা কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ব্যারিকেড দিয়ে প্রায় আধা ঘণ্টার মতো অবরোধ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍‍্যাব ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে। এর আগে যানজটে পড়ে হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হতে হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। 

পরবর্তীতে হাটহাজারী মডেল থানার এসআই নাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করতে গেলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে। 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করতে গেলে তার সমর্থকরা বাধা দেয়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশসহ জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে। তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান থানায় মামলা রয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্ট পরবর্তী তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানা ও রাউজান থানায় হত্যা মামলাসহ কয়েকটি মামলা দায়ের হয়। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম