সিংড়ায় যুগান্তরের রজতজয়ন্তী পালিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
-Jugantor-Photo(02)-05-67a3919580cd4.jpg)
নাটোরের সিংড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর সিংড়া উপজেলা প্রেস ক্লাব ও পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রতিনিধি ও যুগান্তরের স্বজনরা।
অনুষ্ঠানে যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যুগান্তরের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেস ক্লাবের সহ-সভাপতি শহীদুল হক সরকার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সিংড়া মার্কেন্টাইল ব্যাংকের উপ-শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, কলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, নাটোর জর্জ কোর্টের অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সমাজ সেবক সাইদুর রহমান সাধু, উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক হাসিবুল হাসান শিমুল, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুল আলীম খাজা, রিপন হোসেন প্রমুখ।