Logo
Logo
×

সারাদেশ

পার্বত্য মন্ত্রীর এপিএস কারাগারে

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

পার্বত্য মন্ত্রীর এপিএস কারাগারে

বান্দরবানে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) সাদেক হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হকের আদালত এ আদেশ দেন।

আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার দুপুরে ফ্যাসিস্ট সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) ও জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হক আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালতে অভিযোগ শুনে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ আদালতের নির্দেশে তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ কর্মকর্তা (জিআরও) বিশ্বজিত দাস জানান, নাশকতার মামলায় আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী শহীদুল ইসলাম বলেন, দুই-একজনকে জেলে পাঠানো হলেও ফ্যাসিস্ট সরকারের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাঙচুরকারীরা কৌশলে জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। ছাত্র-জনতার ওপর নির্যাতনকারী ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম