তরমুজখেতে যুবকের গলাকাটা লাশ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
![তরমুজখেতে যুবকের গলাকাটা লাশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/Lash-5-67a38f463c054.jpg)
পটুয়াখালীর দশমিনায় একটি তরমুজের খেতের ঘর থেকে (টংঘর) অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আলীপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহিতপুরা গ্রামের একটি তরমুজের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার আলীপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহিতপুরা গ্রামের মো. নাসির হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদারের তরমুজ ক্ষেতের ঘরে (টংঘর) ঘটনার দিন সকালে এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা।
পরে স্থানীয়রা বিষয়টি ওই ইউনিয়নের জনপ্রতিনিধিদের জানান। জনপ্রতিনিধিরা পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এদিকে মঙ্গলবার রাত থেকেই ঘটনাস্থলের পাশের রাস্তায় একটি ইজিবাইক পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।
দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।