Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে জামায়াতের ‘বিপ্লবের শহীদ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

Icon

গাজীপুর ও মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

গাজীপুরে জামায়াতের ‘বিপ্লবের শহীদ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে শহিদের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ: ২য় স্বাধীনতায় শহীদ যারা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। 

শহিদদের আত্মত্যাগকে স্মরণে তিনি বলেন, শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আদর্শ ও সংগ্রাম আমাদের জন্য প্রেরণার উৎস। আগস্ট বিপ্লবের শহিদদের চেতনাকে আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি। তাদের ত্যাগের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শহিদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি।

উদ্বোধনী বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মু. জামাল উদ্দীন। তিনি স্মারক গ্রন্থটির গুরুত্ব তুলে ধরে বলেন, এই গ্রন্থ আগামী প্রজন্মের জন্য ইতিহাসের দর্পণ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য আবুল হাসেম খান ও মাওলানা দেলোয়ার হোসাইন, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খাইরুল হাসান গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সফিউদ্দিন, গাজীপুর-২ (গাজীপুর সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. হোসেন আলী, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইউবী, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি গাজীপুর সদর মেট্রো থানার সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর মহানগরের সভাপতি রেজাউল করিম, আমন্ত্রিত অতিথি ডা. সোলাইমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শহিদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার সন্তানের আত্মত্যাগ যেন ইতিহাসে স্থান পায়, তার জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এছাড়া শহীদ সামিউল আমানের বাবা মোহাম্মদ আমান উল্লাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শহিদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। 

এ আয়োজনের মাধ্যমে শহিদদের স্মৃতি ধরে রাখার পাশাপাশি তাদের সংগ্রামের তাৎপর্য তুলে ধরার একটি প্রয়াস নেওয়া হয়েছে। এতে উপস্থিত নেতারা ও অতিথিরা গ্রন্থটি পাঠের মাধ্যমে শহিদদের ইতিহাস জানা ও তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম