Logo
Logo
×

সারাদেশ

অভিযোগকারীকে খুঁজতে লাঠিসোটা নিয়ে থানায় মহড়া

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম

অভিযোগকারীকে খুঁজতে লাঠিসোটা নিয়ে থানায় মহড়া

নীলফামারীর কিশোরগঞ্জে অভিযোগকারীকে খুঁজতে মঙ্গলবার রাতে লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের লোকজন থানার ভেতরে ঢুকে মহড়া দিয়েছে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় জানমালের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

থানা পুলিশের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মোড়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে নিতাই ইউনিয়নের মাহফুজারের ছেলে ওয়ারেছ আলী অভিযোগ করতে থানায় যান। খবর পেয়ে প্রতিপক্ষ একই ইউনিয়নের বেনজির ও তার লোকজন অভিযোগকারীকে খুঁজতে লাঠিসোটা নিয়ে থানার ভিতরে ঢুকেন। তখন অভিযোগকারী ওয়ারেছ প্রাণভয়ে থানা ভবনের ২য় তলায় আশ্রয় নেন। ডিউটিরত পুলিশ থানা ভবনের কলাপসিবল গেট বন্ধ করে দেন। পরে অভিযুক্তরা গাল-মন্দ, হৈ-চৈ ও হুমকি-ধমকি দিয়ে চলে যান।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় দুইপক্ষই অভিযোগ করেছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম