আ.লীগ-বিএনপির মধ্যে মৌলিক যে পার্থক্য, জানালেন এ্যানি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম
![আ.লীগ-বিএনপির মধ্যে মৌলিক যে পার্থক্য, জানালেন এ্যানি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/LAXSHMIPUR-67a349eca90a9.jpg)
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কখনও নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করেনি বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
এ্যানি বলেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে এটা কখনও চেষ্টা করেনি। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতেই পরিস্কার তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে।’
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের বাইরে হোক বা ভেতরে হোক কেউ যদি সমাজকে কলুষিত করার চেষ্টা করে, গোলাগুলির সাউন্ড আসে, চাঁদাবাজি করে, এর ফল ভালো হবে না। পোষ্ট পদবি বিবেচনা করে বিচার হবে না, সবাই সমান।’