Logo
Logo
×

সারাদেশ

আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম

আমতলীতে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

বরগুনার আমতলীতে দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার কেককাটা, আলোচনা সভা ও পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

যুগান্তরের স্টাফ রিপোটার মো. জসিম উদ্দিন সিকদার ও স্বজন সমাবেশের উদ্যোগে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠানটি হয়।

আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদের জন্য যুগান্তরের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি জুলাই আন্দোলনে যুগান্তরের সাহসিকতার প্রশংসা করেন। বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠিন সময়ে যুগান্তর তার দায়িত্বশীল ভূমিকা থেকে পিছু পা হয়নি। যুগান্তর কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। ’

স্বজন সমাবেশের সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম খায়রুল বাশার বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছা. ফেরদৌসি আক্তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম