দুই অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম
গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত দুই অটোরিকশার সংঘর্ষে আল-আমিন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। একই দুঘর্টনায় আহত হয়েছে আরো চারজন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় নাভানা প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাতলসার এলাকার নুরুল ইসলামের
ছেলে। তিনি নরসিংদীর সরকার টেক্সটাইল মিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিনদিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গাজীপুর
থেকে অটোরিকশা করে নরসিংদী যাচ্ছিলেন আল-আমিন। রাত সাড়ে ১২টার দিকে অটোরিকশাটি নাভানা
প্লাস্টিক কারখানার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশায় থাকা সবাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আহত
চার জনের মধ্যে দুজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজন গাজীপুরের
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের আবেদনের
প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।