Logo
Logo
×

সারাদেশ

দেদারসে কাটছে রাস্তার গাছ, চুপ বনবিভাগ

Icon

লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

দেদারসে কাটছে রাস্তার গাছ, চুপ বনবিভাগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে রাস্তার পাশে থাকা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। দিনে দুপুরে গাছ কাটলেও নিশ্চুপ বন বিভাগ। অভিযোগ রয়েছে, পদুয়া রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে কেটে নেওয়া হচ্ছে গাছ। তবে অভিযোগ অস্বীকার করছেন এ সরকারি কর্মকর্তা। তার দাবি, বাধা দিলে শত শত লোক মারতে তেড়ে আসে। হুমকি দিয়ে যায় অফিসেও।

স্থানীয়রা জানান, ৪০ বছর আগে পদুয়া বনরেঞ্জের টংকাবতি সড়কের দুপাশে গাছ রোপন করে বন বিভাগ। সম্প্রতি পুরোনো এসব গাছ কেটে নিচ্ছে একটি চক্র। তাদেরকে বাধা দিচ্ছে না বন বিভাগ। স্থানীয়দের অভিযোগ, মামুন মিয়া পদুয়া বন রেঞ্জে যোগদানের পর থেকে সড়কের গাছ কাটার হিড়িক পড়েছে।

মঙ্গলবার সকালে টংকাবতি সড়কে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক বনবিভাগের রোপন করা গাছ কাটছে। এর সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দা মো. শহীদুল্লাহ বলেন, পুরোনো কবরস্থান সংস্কার ও বাউন্ডারি দেয়ালের জন্য গাছগুলো কাটা হচ্ছে। এগুলো খতিয়ানভুক্ত জায়গার গাছ। ডুকুমেন্ট দিয়েই গাছ কাটা হচ্ছে।

সড়কের গাছ কাটার বিষয় জানতে মামুন মিয়ার কার্যালয়ে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করলে যোগসাজশের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘তিনদিন আগে তাদের গাছ না কাটার জন্য বলা হয়। মঙ্গলবার সকালে গাছ কাটা শুরু করলে বাধা দিতে গেলে শত শত লোকজন তেড়ে আসেন। অফিসে এসেও হুমকি দিয়ে গেছে।’

সড়কের গাছ কাটার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাবাহিনীকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

লোহাগাড়ার ইউএনও মোহাম্মদ ইনামুল হাসান বলেন, ‘বন বিভাগ বিষয়টি জানিয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম