যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম
![যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/pabna-66fec88a7e306-67a3064421172.jpg)
পাবনার ঈশ্বরদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের বাবার দাবি, যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতন চালানো হয় তার মেয়ের ওপর। এতে তিনি মারা গেছেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া খাতুন
(২৪) নামের ওই নারী মারা যান। ময়নাতদন্ত শেষে লাশটি দাফন করা হয়েছে।
রিয়া ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের মিজানুর রহমানের
মেয়ে। অভিযুক্ত হৃদয় হোসেন বিপু একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে বিপুর সঙ্গে
রিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক দফায়
যৌতুক আদায় করেছেন বিপু। পেশায় ট্রাকচালক বিপু শ্বশুরবাড়ি থেকে নেওয়া যৌতুকের টাকা
দিয়ে জুয়া ও মাদক সেবন করতেন। টাকা চেয়ে না পেলে নির্যাতন চালাতো রিয়ার ওপর।
গত রোববার ট্রাক কেনার অজুহাতে রিয়াকে তার বাবার বাড়ি থেকে দুই লাখ ৫০
হাজার টাকা এনে দিতে বলেন বিপু। অপারগতা প্রকাশ করে রিয়া। এতে রাগান্বিত হয়ে স্ত্রীকে
লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বিপু। একইসঙ্গে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। রিয়ার চিৎকারে
স্থানীয়রা ছুটে আসে। ঘরের দরজা ভেঙে রিয়াকে উদ্ধার করে তারা। পরে তাকে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহতের প্রতিবেশী মো. হারুনসহ স্থানীয় কয়েকজন বলেন, বিপু নেশাগ্রস্ত।
মাঝেমধ্যেই রিয়া মারধর করত। দুই তিনদিন আগে যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ্র করে রিয়াকে
পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে ঝোলানোর সময় আশপাশের লোকজন
তাকে উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, মরদেহ
ময়নাতদন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার
থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।