Logo
Logo
×

সারাদেশ

আখেরি মোনাজাতে এপর্বেও মহিলাদের অংশগ্রহণ

Icon

টঙ্গী পশ্চিম ও পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ এএম

আখেরি মোনাজাতে এপর্বেও মহিলাদের অংশগ্রহণ

টঙ্গী ইজতেমা ময়দানে মহিলাদের অংশগ্রহণ— ছবি: যুগান্তর

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আজ দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে শুরায়ি নেজামের (মাওলানা জুবায়ের অনুসারি) ৫৮তম বিশ্ব ইজতেমা। 

বাদ ফজর ভারতের বেঙ্গালুরর মাওলানা ফারুক ওরফে ভাই ফারুকের বয়ানের মধ্যদিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলা অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুফতি আমানুল হক। 

এখন চলছে হেদায়েতি বয়ান। বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ান বাংলায় অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এরপর নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান বাংলায় অনুবাদ করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।  

আখেরি মোনাজাত ঘিরে টঙ্গী ময়দানে লাখো মানুষের সমাগম হয়েছে। পুরুষ মুসল্লিদের পাশাপাশি টঙ্গী, গাজীপুর, উত্তরা ও কামারপাড়া এলাকার মহিলারা আখেরি মোনাজাতে শরিক হতে ময়দানের আশেপাশে অবস্থান নিয়েছেন।

টঙ্গীর মুদাফা থেকে নারগিস আক্তার, সেলিনা আক্তার ও মরিয়ম বিবিসহ ১০-১২ জনের একদল মহিলা টঙ্গী-কামারপাড়া রোডে এসে হোগলা পাটিতে বসে অবস্থান নিয়েছেন। তারা জানালেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে এসে ময়দানে পাশের কামারপাড়া রোডে অবস্থান নিয়েছেন।

গাজীপুরের বোর্ড বাজার থেকে এসেছেন রহিমা খাতুন, আমেনা বেগম, আয়েশা আক্তার ও ফেরদৌসি বেগম। তারা জানালেন, আখেরি মোনাজাতে অংশ নিয়ে নিজের পাপ ক্ষমা চাওয়ার জন্য এসেছি। মোনাজাত শেষে নিজ নিজ বাড়ি ফিরে যাব।  

প্রসঙ্গত, আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। মাঝে আটদিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম