Logo
Logo
×

সারাদেশ

ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ এএম

ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চার হাজার পিস ইয়াবাসহ চারজন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে সাদিয়া কিচেনের সামনে সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আব্দুল্লাহ শেখ (৩০), নুর হাবা (২৮), আনোয়ারা বেগম (৪০) ও রমজান বিবি (২২)। তারা সকলেই উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাস করতো।

জানা যায়, ইয়াবার চালান আসছে চৌমুহনী বাজারে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সন্দেহ হলে ওই চার রোহিঙ্গাকে রাস্তার ওপর ঘেরাও করে তারা। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ইয়াবাসহ রোহিঙ্গাদের আটকের ঘটনায়  মামলা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম