দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ এএম
![দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/05/Bike-&-Truck-Accident-67a2925e9999c.jpg)
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক জালাল মিয়া নামের অপরজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত মজনু মিয়া ওই উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। নিহত মজনু ওই ইউনিয়নের মুন্সিপাড়া আমিন মার্কেটে মুদির দোকানদার ও আহত জালাল মিয়া একই মার্কেটে মিষ্টির দোকানদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে চড়ে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে আসছিলেন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে সন্ধ্যার পর চিকিৎসাধীন মজনু মিয়ার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল মিয়া। তিনি বলেন, জালাল মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন আর মজুন মিয়া পেছনে বসা ছিলেন। রাস্তায় দুর্ঘটনা ঘটে, পরে ময়মনসিংহের হাসপাতালে মজনু মারা গেছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার বিষয়টি জানা নেই। আমাদের কাছে বার্তা এলে জানাবো।