‘রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশে অবিচল যুগান্তর’
যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
‘রক্তচক্ষুকে উপেক্ষা করে সর্বদা সত্য প্রকাশে অবিচল থাকে যুগান্তর। পত্রিকাটি সাহসের সঙ্গে গণমানুষের কথা বলে। এজন্য প্রথম থেকেই পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতেও গুণগত মান বজায় রেখে বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে যুগান্তর আরও দুর্বারগতিতে এগিয়ে যাবে বলে প্রত্যাশা।’
দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
‘নতুন পানিতে সফর এবার’ স্লোগানে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশের আয়োজন করা হয়।
রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ হাওলাদার, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কবির হুসাইন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকতারুজ্জামান টিটু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা মাসুদ হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান অরুন মীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সি, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ মাহমুদ ও ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাহাদি হাসান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল।
এতে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ছাত্র প্রতিনিধি অজিহান ইসলাম সজল, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোকা মৃধা, উপজেলা ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাগর, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি আমির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার, কোষাধ্যক্ষ মুফতি মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজ মাহমুদ, ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উপজেলা সমন্বয়ক মো. ইউসুফ আলী সিরাজুল, যুগান্তরের পায়রা বন্দর প্রতিনিধি আজিজুর রহমান সুজন, স্থানীয় প্রতিনিধি বনি ইয়ামিন প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ সুধী সমাবেশ। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয় এবং উপজেলা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি করে রজতজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে দুপুর ১টায় অনুষ্ঠান শেষ হয়।