Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

রাজশাহীতে অটোরিকশাকে একটি বাস চাপা দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সোমবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন দুজন।

এ ঘটনায় হাসপাতালে আরও তিনজন চিকিৎসাধীন আছেন।

রাতে হাসপাতালে মারা যাওয়া দুজন হলেন- তানভীর ফেরদৌস ও সাব্বির রহমান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তাদের বাড়ি। এর আগে সন্ধ্যায় গোদাগাড়ীর অটোরিকশাচালক ইব্রাহিম হোসেন ও পবার মারুফ হোসেন মারা যান।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস পবা উপজেলার নতুন কসবা এলাকার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা উল্টে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে মধ্য রাতে আরও দুজন মারা যান। নতুন করে মারা যাওয়া দুজন নির্মাণ শ্রমিক। তারা রাজশাহীতে কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

রাজশাহীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহত আটোচালক ইবরাহিমের ভাই ইসরাফিল বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম