Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে ছেলের সামনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

কিশোরগঞ্জে ছেলের সামনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে ছেলের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে দক্ষিণ বড়ভিটা মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কৃষক ওই গ্রামের মৃত তফছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, জমিতে সেচ দেওয়ার জন্য ছেলেসহ তিনি দোলায় যান। মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় স্পৃষ্ট হলে চিৎকার দেন। এ সময় তার ছেলে মিলু (২৫) লাঠি দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম