২ কোটি আত্মসাতের ঘটনায় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
![২ কোটি আত্মসাতের ঘটনায় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/2-67a243320d117.jpg)
বাগেরহাটের রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হামিমা সুলতানা ও তার স্বামী মাঠকর্মী খান নূরুল আমিনের বিরুদ্ধে ২ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৮০২ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদুক।
সোমবার দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা শাখার উপসহকারী পরিচালক সমীরণ কুমার মন্ডল এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হামিমা সুলতানা সদস্য বহির্ভূত ঋণ প্রদান করে টাকা আত্মসাৎ, ঋণ প্রদানকালে সদস্যদের সম্পূর্ণ টাকা না দিয়ে টাকা হস্তমজুত, কিস্তি থেকে টাকা নিজের কাছে রেখে হামিমা সুলতানা এককভাবে ৬৮,৬৪,৪৪৫ টাকা আত্মসাৎ করেন।
অপরদিকে হামিমা সুলতানা ও তার স্বামী মাঠকর্মী খান নূরুল আমিন সহকারীর দায়িত্ব পালনকালে ঋণ বিতরণের সময় সদস্যকে স্বাক্ষর করিয়ে সদস্যকে আংশিক অর্থ দিয়ে বাকি ১,৬৯,৮৩,৩৫৭ টাকা আত্মসাৎ করেন। আসামি হামিমা সুলতানা ও তার স্বামী খান নুরুল আমিন পরস্পরের যোগসাজশে মোট ২ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৮০২ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ব্যবস্থাপক হামিমা সুলতানা ও তার স্বামী মাঠকর্মী খান নূরুল আমিনকে বরখাস্ত করা হয়েছে।