Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় কবিতা-গানে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

বগুড়ায় কবিতা-গানে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

‘নতুন পানিতে সফর এবার’ এ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়া শহরের বড়গোলা এলাকায় জামিল শপিং সেন্টারের তৃতীয়তলায় দৈনিক যুগান্তর বগুড়া ব্যুরো কার্যালয়ে স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শহরের সাতমাথায় র‌্যালি বের করা হয়।

বগুড়া স্বজন সমাবেশের সভাপতি কবি ও শিক্ষাবিদ শাহানূর শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল হাসান জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন- স্বজন সমাবেশের উপদেষ্টা দৈনিক যুগান্তরের বগুড়া ব্যুরোপ্রধান নাজমুল হুদা নাসিম, কবি অনন্য রাসেল, কবি পাপিয়া সুলতানা, কবি সাহানা আক্তার, কবি ও শিল্পী হাবিবা নাসরিন, রাসেল আহমেদ, পাঠচক্র বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, ইঞ্জিনিয়ার রুস্তম আলী, ইঞ্জিনিয়ার সৈয়দ শাহনেওয়াজ শাওন প্রমুখ আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগান্তরের রজতজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ পথ অতিক্রম করে নানা ঘাত-প্রতিঘাত, রক্তচক্ষু উপেক্ষার মাধ্যমে দৈনিক যুগান্তর সত্যের সন্ধানে অবিচল থেকে ২৫ পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করেছে। বক্তারা আগামীতেও যুগান্তর সত্যানুসন্ধানে অবিচল থাকবে এ প্রত্যাশা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি অন্যদের নিয়ে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসবের কেক কাটেন। এরপর সংগীত পরিবেশন করেন হাবিবা নাসরিন ও কবিতা আবৃত্তি করেন পাপিয়া সুলতানা। এছাড়া দৈনিক যুগান্তরের নবাগত সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এরপর দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তার পরিবারের সদস্যদের সুস্থতা ও সমৃদ্ধি কামনা এবং দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, কাটনারপাড়া রওশন শাহ মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম