ভোলায় ব্যতিক্রমী আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

যুগান্তর প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

ভোলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে পথশিশুদের নিয়ে কেট কাটা ও অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একইসঙ্গে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি ও দোয়া মোনাজাত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্রে এ রজতজয়ন্তী উদযাপন করেন ভোলা স্বজন সমাবেশ।
যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দারুস সালাম মাদ্রাসার পরিচালক মাওলানা আমির হোসাইন, প্রথম আলোর ভোলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ, এসএম বাহাউদ্দিন, মশিউর রহমান পিংকু, ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মো. আলী জিন্নাহ রাজীব, কালের কণ্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা বিকাশসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।