Logo
Logo
×

সারাদেশ

গুমের ১১ বছর পর লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে ফেরত চায় পরিবার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম

গুমের ১১ বছর পর লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে ফেরত চায় পরিবার

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ১১ বছর আগে গুমের শিকার হন। এরপর তাকে আর ফেরত দেওয়া হয়নি। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তাকে ফেরত চেয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, তার ছেলে ইমন ওমর প্রমুখ। এতে এলাকাবাসী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা অংশ নেন।

গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার বলেন, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পরিচয়ে ২০১৪ সালে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফারুককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ১১ বছর তার কোনো খোঁজ নেই। সন্তানদের নিয়ে আমি তার অপেক্ষায় আছি। আমরা তাকে জীবিত ফেরত চাই।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিএনপির বহু নেতাকর্মীকে গুম খুন করেছে। ১১ বছর আগে গুমের শিকার হওয়া বিএনপি নেতা ফারুকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা তাকে দ্রুত ফেরত চাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম