‘আমার মৃত্যুর জন্য শামীম দায়ী’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম
![‘আমার মৃত্যুর জন্য শামীম দায়ী’](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/pic-(9)-67a20dd6e02bb.jpg)
‘আমার মৃত্যুর জন্য শামীম দায়ী’ ফেসবুকে এমন পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির আহাম্মেদ। নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের আগপাড়ার রফিক মিয়ার ছেলে সাব্বির এবং ঢাকা বাংলা কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।
সোমবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহের কলেজ রোড রেলক্রসিং এলাকায় ছাত্রাবাস থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত্যুর আগে সাব্বিরের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না, শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিনকে ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষীটা সব সময় ভালো থাকুক। আম্মু-আব্বু আমাকে ক্ষমা করে দিও। তোমাদের কথা রাখতে পারলাম না’।
সাব্বিরের চাচা ওয়াসিম মিয়া যুগান্তরকে জানান, সাব্বির ও জেরিনের প্রেমের সম্পর্ক ছিল। আমার ভাই ও ভাবি জেরিনদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল; কিন্তু জেরিনের পরিবার তাতে রাজি হয়নি। এমনকি তারা আমার ভাই-ভাবিকে অপমান করেছে।
তিনি বলেন, গতকাল মেয়েটি সাব্বিরের সঙ্গে পার্কে দেখা করতে আসার কথা ছিল; কিন্তু জেরিনের ফোনটি বন্ধ করে তার ভাই শামীম পার্কে এসে সাব্বিরকে অপমান করেছেন। বিষয়টি সাব্বির সহজভাবে মেনে নিতে পারেনি।
ময়মনসিংহ মডেল থানার ওসি সাদ্দাম হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্র সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।