Logo
Logo
×

সারাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম কালু মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

মঙ্গলবার দুপুরে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। দিদার হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাকে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর স্ত্রী, সন্তান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছলে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। 

ওই বছরের ১৭ সেপ্টেম্বর নিহত দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে ১১৭ জনের নাম উল্লেখ ও ১৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম