Logo
Logo
×

সারাদেশ

‘যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি’

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

‘যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি’

যশোরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ যশোর শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর। পথচলার ২৫ বছরে দৈনিক যুগান্তর সাহসিকতার সঙ্গে সাদাকে সাদা, কালোকে কালো বলেছে। যুগান্তর কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি। সব সময় অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে। এজন্য পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে যুগান্তর।

তারা বলেন, জুলাই বিপ্লবে যুগান্তর সত্যের পক্ষে নির্ভীক ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কঠিন সময়েও যুগান্তর দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আগামীতেও জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যুগান্তর তার সাহসী ভূমিকা পালন করবে। এমনটাই প্রত্যাশা করেন অনুষ্ঠানের বক্তারা।

স্বজন সমাবেশ যশোরের সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান।

আরও বক্তব্য রাখেন- যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, রোটারি ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর আশরাফুজ্জামান নান্নু।

মহান মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে শহিদ, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরোপ্রধান ইন্দ্রজিৎ রায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

আলোচনা শেষে অতিথিরা রজতজয়ন্তী উৎসবের কেক কাটেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম