‘কেল্লা বাবার’ মাজারে অজ্ঞাত যুবকের লাশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘কেল্লা বাবার’ মাজার থেকে অজ্ঞাত পরিচয়ে (২৫) এক যুবক ভক্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের খরমপুরের শাহ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) (শাহপির কেল্লা বাবা) এর মাজার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে মৃত্যুরহস্য উদঘাটন ও নাম-পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন যুগান্তরকে জানান, ওই যুবক মাজারের ভক্ত। ‘কেল্লা বাবার’ মাজার এলাকায় ভবঘুরের মতো কয়েক দিন যাবত ঘোরাঘুরি করতে দেখা গেছে তাকে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার মৃত্যুরহস্য এবং নাম-পরিচয় উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।