Logo
Logo
×

সারাদেশ

সরাইলে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত ৫

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম

সরাইলে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে মো. আজাদ মিয়া (৫০) ও মো. আমানত মিয়া (৫০) নামের দুজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতাঁরা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদ ওই এলাকার ওমর আলীর ও আমানত মিছির আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, আজাদ ও আমানত প্রতিবেশী। দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছিল তাদের। প্রায়  ৮ বছর আগেও তাদের মধ্যে মারামারি ও হত্যার ঘটনা ঘটেছিল। এতে মামলায় উভয় পক্ষের লোকজন কারাবরণ করেন। সম্প্রতি আজাদ গ্রামে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে এতে ক্ষুব্ধ হয়ে উঠে প্রতিপক্ষ আমানত।

মঙ্গলবার বাড়ির পাশে নিজের দোকান খুলতে যায় আজাদ। এ সময় আকস্মিকভাবে আমানতের পক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও তাদের ওপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হন আমানত। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। 

সরাইল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। দোষীদের গ্রেফতারে আমরা কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম