মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামালা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম
![মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামালা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/pabna-66fec88a7e306-67a1e61f3ce8c.jpg)
পাবনার ভাঙ্গুড়ায় এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলাটি করে। মামলায় আসামি করা হয়েছে একই উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের বাঁশবাড়িয়া নতুন পাড়া গ্রামের আসিফকে (১৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলকতি এলাকার বাসিন্দা ওই ছাত্রী স্থানীয়
একটি ফাজিল মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় যাওয়া-আসার সময় তাকে উত্যক্ত করতো আসিফ। বিষয়টি
পরিবারকে জানায় ওই ছাত্রী। তার বাবা-মা আসিফের পরিবারকে বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা
নেননি।
প্রতিদিনের ন্যায় গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসায় যায় ওই ছাত্রী। দুপুরে যথাসময়ে
বাড়ি ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পরিবারের
সদস্যরা ওই ছাত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করলে সে জানায়, ফেরার পথে তাকে আসিফ জোর করে
তুলে নিয়ে অষ্টমনিষার ইউনিয়নের লামকান গ্রামে বিষ পুকুরপাড় এলাকার একটি পরিত্যক্ত টিনের
ঘরে আটকে রাখে। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেয়।
পরে ওই ছাত্রী মেন্দা মোড় এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে উদ্ধার করে
পরিবারকে খবর দিলে তারা পুরো ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে ভুক্তভোগীর পিতা ভাঙ্গুড়া
থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ তা এজহার হিসেবে গ্রহণ করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনাস্থল
পরিদর্শন করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে। আসামিকে
ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’