Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম

সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারত থেকে আসা ১ কোটি ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

বিজিবি জানায়, সোম ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের তামাবিল, প্রতাপপুর, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই এবং সোনারহাট বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় মহিষ, বিপুল পরিমাণ চিনি, সুপারি, কম্বল, বিড়িও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং এসব মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করা হয়। 

কর্নেল হাফিজুর বলেন, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। মালামালগুলোর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি জানান, আটক মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪০০টাকা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম