Logo
Logo
×

সারাদেশ

কুয়াকাটায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিতা পাঠের আসর

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ এএম

কুয়াকাটায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিতা পাঠের আসর

কুয়াকাটায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। র‌্যালি, আলোচনা সভা ও কেককাটা শেষে কবিতা পাঠের আসরের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতার।

সোমবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের অডিটোরিয়ামে মিলিত হয়।

এরপর যুগান্তর স্বজন সমাবেশ কুয়াকাটা শাখার সভাপতি জুয়েল ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, মহিপুর থানার পরিদর্শক অনিমেষ হালদার ও কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তরের স্টাফ রিপোর্টার (কুয়াকাটা) নাসির উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় বক্তারা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্মযজ্ঞ নিয়েও আলোচনা করেন।

সবশেষে কবিতা পাঠের আসর ও উপস্থিত অতিথিদের মাঝে মিষ্টান্ন পরিবেশন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম