ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর করার দাবি, চলছে মতামত যাচাই
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা নামকরণ দাবিতে জনতার মতামত যাচাই করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ইন্দুরকানী উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা নামকরণ দাবিতে উপজেলার বিভিন্ন স্থানে চলছে মিছিল, পথসভা, সভা সমাবেশ ও গণস্বাক্ষর।
সোমবার পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকারের পিরোজপুরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল প্রশাসক উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা সভাকক্ষ, ইন্দুরকানী সদর বাজারের ভূমি অফিসের সামনেসহ বিভিন্ন স্থানে জনতার মতামত যাচাই বাচাই করে গণস্বাক্ষরে কার্যক্রম করেন।
এতে এলাকার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার লোকজন উপস্থিত হয়ে জিয়ানগর নামকরণ দাবিতে গণস্বাক্ষর করেন। তাদের উপস্থিতিতে জিয়ানগর উপজেলার, ইউনিয়ন পরিষদ ও থানার নাম পরিবর্তন করে জিয়ানগর নাম দাবি জানিয়ে দফায় দফায় মিছিল দিয়ে থাকেন।
জানা যায়, বিএনপি-জামায়াত ঐক্যজোট সরকারের আমলে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন ইন্দুরকানী কলেজ মাঠে জনসভায় ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলা হিসেবে ঘোষণা করেন। দীর্ঘ পনের বছর পরে আওয়ামী লীগ জোট সরকারের আমলে ২০১৭ সালের ৯ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে উপজেলার নাম জিয়ানগর পরিবর্তন করে ইন্দুরকানী নাম অমুমোদন করে। পরবর্তীতে তা একই বছরের ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখায় এর গেজেটভুক্ত হয়। কিন্তু এটি প্রতিহিংসা বশত করা হয়েছে।
বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভা বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার পিরোজপুর মো. আসাদুজ্জামান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী, বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জামায়াতের সাবেক আমির মো. হাবিবুর রহমান প্রমুখ।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এই অবহেলিত ইন্দুরকানী থানাকে বেগম খালেদা জিয়া একটি উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এটি নামকরণ করা হয়। কিন্তু স্বৈরাচার সরকার প্রতিহিংসা বশত স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে দেয়। আজ থেকে এই উপজেলাকে আমরা জিয়ানগর হিসেবে চাই। আমরা কিছুদিন আগে জিয়ানগর নাম করনের দাবিতে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করি। সরকারের প্রতি আহবান জানাই জনগণের এই দাবি অচিরেই পূরণ করা হবে।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ জানান, আমরা এই উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা হিসেবেই চাই। স্বৈরাচার সরকার বিএনপি জামায়াতের নামে সব স্থাপনার নাম পরিবর্তন করে তাদের পরিবারের আত্মীয় স্বজনদের নামে করেছে।