Logo
Logo
×

সারাদেশ

ভেড়ামারায় মামুনুল হক

দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ বিনির্মাণ করতে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।

সোমবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ফুটবল মাঠে বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের মাধ্যমে বিশুদ্ধ এক জাতি তৈরি হবে। এরপরই ইসলামের দ্বিতীয় স্তম্ভ যাকাত আদায় করার কাজে মনোনিবেশ করতে হবে। যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে দেশে ধনী-গরিবের বৈষম্য থাকবে না।

এর আগে দুপুর সোয়া ২টায় আল্লামা মামুনুল হক হেলিকপ্টারযোগে বাহাদুরপুর মনোমোহন ফ্যাক্টরির পাশেই একটি স্থানে অবতরণ করেন। সাড়ে ৩টার দিকে তিনি তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখেন।

মনোমোহন ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান এবং ইকরামুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং বাহাদুরপুর মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়বী।

অনুষ্ঠানে বাহাদুরপুর মোল্লাপাড়া জামে মসজিদের সাবেক ইমাম নাসির উদ্দীন নাসু মৌলভীর সভাপতিত্বে সকাল ৯টা থেকেই স্থানীয় আলেমরা তাফসির পেশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম