Logo
Logo
×

সারাদেশ

এবার চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার কৃষক

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

এবার চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার কৃষক

ব্যবসায়ী, কলেজছাত্র ও এক যুবককে হাতুড়িপেটার রেশ কাটতে না কাটতেই এবার সুজন মাতুব্বর নামে এক কৃষক চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।

সুজন মাতুব্বর (৩৪) উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।

সম্প্রতি উপজেলার ৪ জন হাতুড়িপেটার শিকার হলেন। এসব ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানান, সুজন মাতুব্বর সকালে বালিয়াগট্টি বাজারে চা পান করতে যান। এ সময় তাকে ধরে জাফর মাতুব্বর, উচমান মাতুব্বরসহ কয়েকজন যুবক হাতুড়িপেটা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাতুড়িপেটার সঙ্গে জড়িতদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। বার বার ফোন করলেও তারা রিসিভ করেননি।

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, হাতুড়িপেটার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক মাতুব্বরের ছেলে ইকরাম মাতুব্বরকে হাতুড়িপেটা করা হয়, গত ৭ জানুয়ারি বালিয়াগট্টি বাজারের সাইফুর রহমান শাওন, গত ৩১ জানুয়ারি আতিক শেখ হাতুড়িপেটার শিকার হন। এভাবে প্রতিনিয়ত হাতুড়িপেটার ঘটনায় ওই এলাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। তবে অদৃশ্য কারণে কেউ থানায় মামলা কিংবা অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম