Logo
Logo
×

সারাদেশ

জামায়াত নেতাকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম

জামায়াত নেতাকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও ওষুধ ব্যবসায়ী সেলিম সরওয়ারকে মারধরের ঘটনায় থানার এসআই হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

এসআই হাসিবকে ক্লোজড করার বিষয়টি পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের নিশ্চিত করছেন।

এর আগে শনিবার সকালে থানার সম্মুখে ওষুধ ব্যবসায়ী ও টিকিকাটা ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম সরওয়ারকে ফার্মেসি থেকে থানায় ডেকে নিয়ে নকল ওষুধ বিক্রির অভিযোগ তুলে দুর্ব্যবহার ও মারধর করেন মঠবাড়িয়া থানার এসআই হাসিব।

এ ঘটনায় মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত এসআই হাফিজের দৃষ্টান্তমূলক শাস্তি ও থানা থেকে প্রত্যাহারের দাবি জানান। পরবর্তীতে থানার এসআই হাসিবকে প্রত্যাহার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানার সামনে ওষুধ ব্যবসায়ীর সঙ্গে এসআই হাফিজের কথা কাটাকাটি হয়। পরে এটি সমাধান হয়ে গেছে।

পিরোজপুরের জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের রহমান মোবাইল ফোনে জানান, অভিযুক্ত এসআই হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম