Logo
Logo
×

সারাদেশ

চোর সন্দেহে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছয়জনকে গণপিটুনি, নিহত ২

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

চোর সন্দেহে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছয়জনকে গণপিটুনি, নিহত ২

নকলায় গরুচোর সন্দেহে রাস্তায় দাঁড়িয়ে থাকা ৬ ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০) নামে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মুসলিম ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের গোমড়ার মৃত মইজ উদ্দিনের ছেলে ও আমির হোসেন মৃত নূর মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান, সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া, আবুল হোসেনের ছেলে আয়নাল হক ও সন্ধ্যাকুড়ার শাহজাদার ছেলে মো. সাদ্দাম।

জানা গেছে, রোববার রাতে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই ৬ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে গ্রামবাসী এগিয়ে এসে তাদের গণপিটুনি দেয়। এদের মধ্যে মুসলিম উদ্দিন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার বিকালে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হোসেন।

ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম