মিলনের ইফতার পার্টিতে হামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

চাঁদপুরের কচুয়ায় ২০২২ সালে বদরপুর গ্রামে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ইফতার পার্টিতে হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- বিতারা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রোমান সরকার, স্থানীয় ইয়ার হোসেন ও ইয়াছিন।
রোববার রাতে বাইছারা বাজার থেকে গ্রেফতার করা হয় তাদের।
কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, যুবলীগ নেতা রোমান সরকারকে মামলার আসামি এবং ইয়াছিন ও ইয়ার হোসেনকে ১৫১ ধারায় চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।