তালতলীতে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
বরগুনার তালতলীতে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে তালতলী প্রেসক্লাবে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তরের উপজেলা প্রতিনিধি মু. আবদুল মোতালিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালতলী থানার ওসি মো. শাহজালাল। বিশেষ অতিথি ছিলেন কাজিরখাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম সোহাগ, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান ফারুক, তালতলী প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য শাহারিয়ার নাইম, সাংবাদিক ইউসুফ আলী, আবু বকর ছিদ্দিক, জসিম উদ্দিন ও তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. রাসেল প্রমুখ।