Logo
Logo
×

সারাদেশ

সাবেক মন্ত্রী ফরহাদ ও ভাইয়ের ৩ দিন, ভগ্নিপতির ২ দিনের রিমান্ড

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

সাবেক মন্ত্রী ফরহাদ ও ভাইয়ের ৩ দিন, ভগ্নিপতির ২ দিনের রিমান্ড

সন্ত্রাস দমন আইন মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল ও তার ছোটভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের তিনদিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর একটি মামলায় মন্ত্রীর ভাগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 

সোমবার বেলা ১১ টায় মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ দেন।

মামলায় সরকারি পক্ষের পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, কামরুল হাসান, কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন ঘোষ, সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম এবং আসামি পক্ষে শফিকুল আলম, ইব্রাহিম শাহীন, কাজী শহিদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন। 

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনার একটি মামলায় তিনজনের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর। পরে আদালত ফরহাদ ও তার ভাইয়ের তিনদিনের এবং ভগ্নিপতির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে সাবেক মন্ত্রী, তার ভাই ও ভগ্নিপতিকে আদালতে হাজির করার খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত্ব চত্বরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।  ওই মামলার প্রধান আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ২৯ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে। 

গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদকে আটক করে র‌্যাব। তার নামে রাজধানীতে বেশ কয়েকটি হত্যা মামলা এবং মেহেরপুরে কয়েকটি মামলা রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম