Logo
Logo
×

সারাদেশ

মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম

মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গঠন স্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ছাওনিযুক্ত ওই আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হতো। বিকাল সাড়ে তিনটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম স্থানে ওই মার্কেটে আগুন লাগার ফলে ওই মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখি সমস্ত গাড়িকে জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে চলে যায়।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম