Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার

Icon

ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীর যুবলীগ নেতা রকিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। 

গ্রেফতার রকি পৌর শহরের পিয়ারাখালী এলাকার মৃত নওশাদ আলীর ছেলে।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ১৮ আগস্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় যুবলীগের সক্রিয় সদস্য রকি এজাহার নামীয় আসামি। রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম