Logo
Logo
×

সারাদেশ

দাফনের ছয়মাস পর গণ-অভ্যুত্থানে শহিদ রিপনের মরদেহ উত্তোলন

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ এএম

দাফনের ছয়মাস পর গণ-অভ্যুত্থানে শহিদ রিপনের মরদেহ উত্তোলন

রাজধানীর বংশাল এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে শহিদ ভ্যানচালক রিপন হোসেনের মরদেহ দাফনের ৬ মাস পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পূর্ব পানপাড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে আদালতের নির্দেশনায় মরদেহটি উত্তোলন করা হয়। 

রিপনের মরদেহ উত্তোলনের সময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস উপস্থিত ছিলেন। 

রিপন পূর্ব পানপাড়া গ্রামের ছত্তর ভুঁইয়া বাড়ির মৃত ইদ্রিস মিয়া ও সুফিয়া বেগম দম্পতির ছেলে। তিনি ঢাকায় কোতোয়ালি থানা এলাকার ভ্যানচালক ছিলেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে রিপন গুলিবিদ্ধ হয়। ৭ আগস্ট শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে ২০০ জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। 

রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা গণমাধ্যমকে বলেন, গুলি করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। বিচার পেতে আমি মামলা করেছি। হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। 

রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস বলেন, মামলার তদন্তের প্রয়োজনে ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম