এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
শিবচর(মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ এএম
মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। সোমবার ভোরে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরসংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘন কুয়াশার
কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ঘন কুয়াশার জেরে মুন্সীরবাজার
এলাকায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ও হেলপার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় অপর একটি
ট্রাক দাঁড়িয়ে থাকা যানটিতে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই
তাদের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন,
‘বিষয়টি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে বলা যাবে।’