বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ গ্রেফতার
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯ টায় মহানগরীর শাজাপুর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেফতার করা হয়েছে। তিনি রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মুরাদ খান কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছর ৪ আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।
মুরাদ খানসহ ১২৮ জনের নামে গতবছর ৩১ আগস্ট রংপুর কোতয়ালী থানায় মামলা করেন মুন্নার বাবা কাউনিয়া উপজেলার চান্দেরহাট এলাকার আব্দুল মজিদ। গ্রেফতারকৃত মুরাদ খান নগরীর স্টেশন বাবুপাড়া শাজাপুরের মৃত মোস্তাক আলমের ছেলে।