Logo
Logo
×

সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

প্রেমের ফাঁদে ফেলে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

ময়মনসিংহের গৌরীপুরে প্রেমের ফাঁদে ফেলে হত্যার ঘটনায় একমাত্র আসামি মেহেদী হাসান সিনু ওরফে গোলাম মেহেদীকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে পুলিশের পোশাক, র‌্যাংক ব্যাচ, বুট, রেইনকোট, নেমপ্লেটসহ মোট ১৭টি সামগ্রী উদ্ধার করে।

র‌্যাব-১৪ এর নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিহত মারুফা (২৯) নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন। নেত্রকোনা সরকারি কলেজে পড়াশোনা করার সময় মেহেদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেহেদী বিবাহিত হলেও মারুফার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যান।

এদিকে গত বছরের ১১ সেপ্টেম্বর মারুফা তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে মেহেদীর ময়মনসিংহের ভাড়া বাসায় চলে আসেন এবং মেহেদীকে বিয়ের জন্য চাপ দেন। পরে গত ১৪ সেপ্টেম্বর রাতে মারুফাকে গৌরীপুরের ফতেপুর গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে গৌরীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করলেও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় মরদেহ আঞ্জুমানে দাফন করা হয়।

অজ্ঞাত পরিচয়ের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে দীর্ঘ তদন্তের পর র‌্যাব-১৪ সিপিএসসি টিম মামলার রহস্য উদঘাটন করে এবং মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম