কুড়িগ্রামে সাবেক মহিলা এমপি নাজমীন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
শনিবার রাতে কুড়িগ্রাম শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ।
নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
জানা যায়, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পৃথক দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেফতার দেখানো হয়েছে।